নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গতকাল কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা-ত্রিমোহুনীতে বাইপাস মোড় এবং ভেড়ামারা বাহাদুরপুর থেকে পৃথক পৃথক অভিযানে নকল আকিজ বিড়ি সহ সোনালী ও সাথি বিড়ি লেভেল ফিল্টার জব্দ করা হয়। কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এস আই কায়েস, এ এস আই মামুন, এসআই জোবায়ের, । পৃথক পৃথক অভিযানে গোয়েন্দা পুলিশ বারখাদা ত্রিমোহনী মোড় হতে আনুমানিক ২৫ লক্ষ নকল আকিজ বিড়ি তিন কার্টুন ডারবি সিগারেট এক কাটুন গোল্ডলিফ সিগারেট নকল ব্যান্ডরোল যুক্ত একটি পিকআপ সহ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় গাড়ির ড্রাইভার হেলপার কে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ভেড়ামারা বাহাদুরপুর থেকে সোনালী ও সাথী নকল বিড়ি কারবারি জনির নামে ভেড়ামারা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভেড়ামারা দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন কোম্পানির নকল বিড়ি তৈরি হচ্ছে সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বিশেষ নজরদারিতে গতকাল অভিযান পরিচালনা করে। সরকারের রাজস্ব বাড়াতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ ইতিপূর্বে অনেক সফল অভিযান করেছে মাদক সন্ত্রাস সহ এজাতীয় কর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।