নিজস্ব প্রতিনিধি:-
রবিবার (৯ মে) দুপুর ১২ টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে “বিশ্ব মা দিবস” উপলক্ষে পুলিশ লাইন্স, কুষ্টিয়ার সম্মেলন কক্ষে নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলরুবা আলম, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি , কুষ্টিয়া (সহধর্মিণী পুলিশ সুপার, কুষ্টিয়া)। কুষ্টিয়া জেলার ৫ জন বীরঙ্গনা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা ২ জন নারী মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন। নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনারা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে উপস্থিত হলে সকলেই দাড়িয়ে সম্মান দেখান এবং পরবর্তীতে পুনাক সভানেত্রী তাদেরকে নিজ হাতে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন। এ ছাড়াও পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলাম তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং ঈদ সৌজন্য শাড়ী, ঔষধ, মাস্ক ও আর্থিক সহায়তা করেন। তাদের প্রতি দেখানো শ্রদ্ধা ও ভালোবাসা দেখে তারা আবেগ আপ্লূত হয়ে পড়েন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিসেস নার্গিস সরোয়ার(সহধর্মিণী পুলিশ সুপার, পিবিআই, কুষ্টিয়া)। আরো উপস্থিত ছিলেন সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।