যশোর প্রতিনিধি:-
যশোরে ১৪শ ‘পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। রোববার (৯ মে)বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।আটকরা হলেন ,(১) মোছাঃ মনিরা বেগম (২২),স্বামী মোঃ মাসুদ মিয়া, সাং-বীরামপুর, (২) মোঃ সজল- ইসলাম (২১),পিতা- মোঃ নূর ইসলাম
সাং-ধানপট্রি ঘোপ জেলরোড,(৩) মোঃ সবুর মীর (৪৮), পিতামৃত- লুৎফর রহমান,সাং- সীতারামপুর,(৪) মোঃ আবু মুসা (২৪), পিতা- কামাল উদ্দিন, সাং- ডাকাতিয়া, সর্বথানা- কোতোয়ালি,জেলা – যশোর। ডিবি পুলিশ সূত্রে জানায়,ডিবি যশোরের পুলিশ পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার পিপিএম এঁর নেতৃত্বে (এসআই) শামীম হোসেন,(এসআই) শফিকুল ইসলাম সঙ্গীয় একটি চৌকস টিম যশোর কোতোয়ালি থানা এলাকায় শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কোতোয়ালি মডেল থানাধীন মুসলিম একাডেমির সামনে পাঁকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোছাঃ মনিরা বেগম, (২) মোঃ সজল মিয়া, (৩) মোঃ আবু মুসাদের ৫৮০ পিস ইয়াবাসহ আটক করেন। এবং তাদের তথ্য মতে একই তারিখ ২৩:৪৫ ঘটিকায় সীতারামপুর মধ্যপাড়া হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৪) মোঃ সবুর মীর (৪৮) কে ৮২০ পিস ইয়াবাসহ আটক করেন।আসামীরা অভিনব কায়দায় কালো স্কসটেপ দ্বারা ইয়াবা প্যাকেট করে খেজুর সদৃশ বস্তুর মতো করে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল।এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।