ডন ডেস্ক:-
দৈনিক আরশীনগর পত্রিকার ঈদ উপহার আজ ১১ মে মঙ্গলবার কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে দৈনিক আরশীনগর, দৈনিক পদ্মা গড়াই ও ডেইলি অথেনটিক পত্রিকার সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। একই সাথে জেলার অন্যান্য প্রগতিশীল সমমনা সাংবাদিক বন্ধুদের মাঝেও ঈদ উপহার প্রদান করা হয়। এছাড়াও পত্রিকার হকার, অপারেটরসহ কর্মহীন অসহায় নারী পুরুষের মাঝে আরশীনগর পত্রিকার ঈদ উপহার প্রদান করা হয়।
এ সময় দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, উপদেষ্টা সম্পাদক মিলন উল্লাহ, নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান, ডেইলি অথেনটিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, আরশীনগরের সহ সম্পাদক ইমরান হাসান পাপ্পুসহ সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক জামিল হাসান খান খোকন, দৈনিক মুক্তির বার্তার প্রকাশক ও সম্পাদক চাঁদ আলী, দৈনিক প্রাইম জেলা প্রতিনিধি মো.জাহিদুল হক, দৈনিক কুষ্টিয়া প্রতিদিনের সম্পাদক সোহেল রানা, প্রভাষণ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, দৈনিক শিকলের সম্পাদক মাহফুজউর রহমান, দৌলতপুর বার্তার সম্পাদক সেলিম রেজা বাচ্চুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।