ডন ডেস্ক:-
ঘটনাটি ১৩/৫ বিকেল চারটায় কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল গেটের সামনে রাস্তার ওপর হঠাৎ বিমর্ষ অজ্ঞান হয়ে পড়ে যায় ত্রিমোহনী এলাকার রকেয়া নামে এক ৬০ বছর বয়সী মহিলা সঙ্গে তার আট বছর বয়সী এক শিশু । এমন সময় সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তাকে তুলে নিয়ে রাস্তার পাশে বসিয়ে অজ্ঞান রকেয়া কে মাথায়ও মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করে এক মানবিক পুলিশ কমকর্তা। জ্ঞান ফিরে রকেয়া বলেন আজ চারদিন হলো আমার বাড়িতে তেমন কোন খাবার নেই তাই খেতে পাইনি। সঙ্গে সঙ্গে মানবিক পুলিশ অফিসার তার বেতনের টাকা থেকে ১০০০ টাকা বের করে দিয়ে বলেন আপনি আপনার পছন্দমত বাজার করে নিয়েন। এসময় পাশেই উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য সাংবাদিক সুমন মাহমুদ। মানবিক পুলিশ কর্মকর্তার নাম এ এস আই জুবায়ের হোসেন। জিনি কুষ্টিয়া ডিবি পুলিশের একজন চৌকস কর্মকর্তা। তিনি বলেন অসহায় মানুষের জন্য সামান্য কিছু একটা করতে পারলে ভালো লাগে। অসহায় মানুষের জন্য আমাদের মানবিক পুলিশ সুপার খাইরুল আলম স্যার ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন সময়ে ব্যাপক সহযোগিতা করে যাচ্ছেন যা আমাকে অনুপ্রানীত করে সবসময়। জয় হোক মানবতার।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি