প্রেস বিজ্ঞপ্তি
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সহ সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক, নিউজ 24 চ্যানেলের জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকন (৫৫) ১৩ মে দিবাগত রাত ১২:১৫ টায় ঢাকায় নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি... রাজিউন)। সাংবাদিক খোকনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানান।
তিনি বলেন, সাংবাদিক খোকন একজন দায়িত্বশীল পেশাদার সাংবাদিক ছিলেন। বিশেষ করে উন্নয়ন ও গঠনমুলক সাংবাদিকতায় তার অবদান কুষ্টিয়াবাসী ভুলবে না। খোকন একাধারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় দায়িত্ব পালন করেছেন সমানভাবে। একজন সাংবাদিক শুধু সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ সংস্কার, সামাজিক দায়িত্ব, ক্রীড়াঙ্গনে বলিষ্ঠ ভুমিকা পালন করতে পারে তা কেবল সাংবাদিক খোকনের ক্ষেত্রেই সম্ভব। এমন একজন সাংবাদিক ও সংগঠকের মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। আমি সাংবাদিক জামিল হাসান খান খোকনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বার্তাপ্রেরক-
রাশেদুল ইসলাম বিপ্লব, তথ্য ও গবেষণা সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি