কুষ্টিয়া প্রতিনিধি:-
কুষ্টিয়ার মিরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষনা দেওয়ায় আ.লীগ নেতা মমিনুর হক মোমিনের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান সাইফুন ব্রিজের কাছে ঝোলানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। রাতারাতি পুড়িয়ে তা উধাও করা হয়েছে ইউনিয়ন এলাকায় ঝোলানো কয়েকটি ব্যানার ফেস্টুন।
আওয়ামীলীগ নেতা মমিনুর হক মোমিন বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তিনি। আসন্ন বারুইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দেওয়ায় জাসদ সমর্থিত বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন সময় ব্যানার ফেস্টুন গুলো ছিঁড়ে দিয়ে তা পুড়িয়ে রাতারাতি উধাও করা হয়েছে এলাকায় ঝোলানো কয়েকটি ব্যানার ফেস্টুন এমন অভিযোগ করেছেন আওয়ামীলীগ নেতা মমিনুর হক মোমিন ও তার সমর্থকরা। এঘটনার প্রতিবাদে ঘটনাস্থলেই মানববন্ধন করেছেন আ.লীগ নেতা মমিনুর হক মোমিনসহ তার সমর্থকরা। আ.লীগ নেতা মমিনুর হক মোমিন বলেন,দীর্ঘদিন ধরে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাসদ নেতা সাইদুর রহমান। তার বিরুদ্ধে কেউ যাতে চেয়ারম্যান পদপ্রার্থী না হতে পারে তাই হত্যার হুমকিসহ আওয়ামীলীগ সমর্থদের উপর হামলা চালিয়ে আসছেন তার সন্ত্রাসী বাহিনীরা। এছাড়াও আসন্ন এই নির্বাচনে থেকে সরে যেতে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। কিছুদিন আগেও আমার সমর্থকদের উপর হামলা করেছিল জাসদ নেতা সাইদুর রহমানের সন্ত্রাসী বাহিনীরা। আমি বিষয়টি স্থানীয় থানায় জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গেছেন। এ ব্যাপারে জাসদ নেতা ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের সঙ্গে মুঠোই ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঝড়ে ব্যানার ফেস্টুন গুলো ছিঁড়ে গেছে। আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। আমি একাই পথ চলি। ব্যানার ফেস্টুন গুলো ছিঁড়ে ফেলেছি এটা প্রশ্নই আসে না। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,এখন পর্যন্ত এঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।