ডন ডেস্ক:-
কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে ক্লিক মোড় পাড় হয়ে ২ নং কলোনির গেটের সামনে অবস্থিত ফুডল্যান্ড ক্যাফে তে নওদাপাড়া ২ নং ওয়ার্ড নিবাসী কিয়ারুল আলীর জামাই ও মেয়ে কে পূর্ব নওদাপাড়ার রাফি, সোহাগ, নাঈম গং ইভটিজিং এবং অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং প্রতিবাদ করলে জামাই মেয়ে বেদম প্রহার করেছে বলে জানা যায়। শ্বশুর কিয়ারুল সংবাদ পেয়ে ঘটনা স্হলে গেলে তাকেও চরম মারপিট করে ইভটিজিং গ্যাং রাফি গং রা। তাদের কাছে থাকা মোবাইল ও স্বর্ণের চেইন ইভটিজিং গ্যাং রা নিয়ে নেয়। এ ব্যাপারে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ে করেছেন শ্বশুর কিয়ারুল। কিয়ারুল ভেড়ামারা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর দাবী এই ইভটিজিং গ্যাং দের রুখতে না পারলে এলাকায় আরো অপরাধ বৃদ্ধি পাবে এবং এর চেয়ে ও বড় ধরনের ঘটনা ঘটবে বলে তারা মন্তব্য করেন।