ডন ডেস্ক:-
মাদকের বিরুদ্ধে যখন সারাদেশে চলছে অভিযান
এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেনসিডিল সেবনের ছবি পোস্ট করে যুবক। এ নিয়ে শুরু হয় সমালোচনা। অবশেষে চুয়াডাঙ্গা জেলার জিবননগর উপজেলার ওউ যুবককে আটক করা হয়। ১৩মে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জীবননগর থানায় আটককৃত আসামির নাম ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে নতুন পাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন ফেনসিডিলের বোতল মুখে নিয়ে ছবি তুলে ওই ছবি ফেসবুকে পোস্ট করেন যুবক ইসমাইল হোসেন,
এ ঘটনায় তাকে ধরতে বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নে নতুন পাড়া গ্রামে অভিযান চালানো হয,রাত ১২-টার দিকে তাকে আটক করা হয়।ওসি আরও জানান- আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।