ডন ডেস্ক:-
ঝিনাইদহ র্যার-৬ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন জীবননগর বাজারে মডার্ণ স্টুডিও এন্ড ষ্টেশনারীর দোকানে কতিপয় ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে খবর পেযে, র্যাব -৬ ওই এলাকায় অভিযান চালায়, সেসময় জাল টাকার নোট প্রস্তুত, মজুত ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মহেশপুর পোড়াপাড়ার বজলুর রহমানের ছেলে সাজ্জাদ আলম (২৬) ও খুলনা রুপসার চাঁদপুরের মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া ওরফে মামুন (৩৫)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। ১৬০ টি ৫০০ টাকার জাল নোট, ৬৫ টি ১০০০ টাকার জাল নোটসহ সর্বমোট ১,৪৫,০০০/-(এক লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকার জাল নোট। ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি প্রিন্টার,২ টি মোবাইল সেট,১ টি মানিব্যাগ, নগদ ৭২০/-(সাতশত বিশ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি