কুষ্টিয়ায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন । বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকে এর আয়োজনে কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকে এর সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের কেপিসিৱ সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের দুর্দিনের কান্ডারী ও গণমাধ্যম বান্ধব, তিনি সাংবাদিক রোজিনা ইসলাম এর মুক্তির দাবি এবং ন্যক্কারজনক হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এই নেক্কারজনক হামলাকারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে বিচারের দাবি জানান। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা আক্তার ডিউ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক পদ্মা গড়াই ও কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান মৃধা পলাশ, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো : চাঁদ আলী,ৱাকিব হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবকে কেপিসির ধর্মীয় সম্পাদক সাইফ আল আজাদ, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব এর প্রচার সম্পাদক এইচ এম বেলাল, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম ডন, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবে নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবকে কেপিসিৱ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান হাসান পাপ্পু, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।