ডন ডেস্ক:-
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবর একটি চৌকষ অভিযানিক দল অদ্য ১৯ মে ২০২১ ইং তারিখ সময় ১২.৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভার হাউজিং ডি ব্লককের ফুটবল মাঠের উত্তর দিকের গোল পোষ্টের পাশে পাঁকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হেরোইন-০৩ গ্রাম। যাহার মূল্য অনুমান ১২,০০০/- (বার হাজার) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি সহ ০১ জন আসামী মোঃ জহুরুল ইমাম @ ফরহাদ (৪৪), পিতা-জুলফিকার ইমাম, সাং-হাউজিং, ডি বøক, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর
থানায় সোপর্দ করা হয়েছে।