ডন ডেস্ক:-
মাদক দমনে মাননীয় প্রধান মন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারনে মাদক ব্যবসায়ীরা কোনঠাসা হয়ে পড়লেও অভিনব কৌশলে মাদক ব্যবসা করছে অনেকে। মাদক ব্যবসায়ীরা চাহিদা মতো মাদক
পৌচ্ছে দিচ্ছে মাদক সেবীদের হাতে।এমনই এক
মাদক ব্যবসায়ী কুষ্টিয়া শহরের ১৫ নং ওয়ার্ড জুগিয়া ভাটাপারা এলাকার মৃত পরদেশীর ছেলে মাদক ব্যবসায়ী নাহিদ(৪৫)। এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী নাহিদ গাজা নিয়ে বেশ কয়েকবার থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লোকের হাতে গ্রেপ্তার হয়। তার নামে বর্তমানে ২থেকে ৩ টি মাদকের মামলা চলমান রয়েছে। আগে গাজা বিক্রি করলেও বর্তমানে কেজি কেজি গাজা তার সাথে ইয়াবা বেচাকেনা করছে।কুষ্টিয়া মাদক সেবীদের কাছে মাদক ব্যবসায়ী নাহিদের নাম সবার মুখে মুখে। শহরের বিভিন্ন স্হানের মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা সকাল খেকে গভীর রাত পর্যন্ত তার বসতবাড়িতে পাইকারী গাজা কেনার জন্য ভীর জমাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী ছাত্র-যুবকরা মাদক সহজলভ্য হওয়ার আসক্তি বৃদ্ধি পাচ্ছে। মাদক ব্যবসায়ী নাহিদ কে প্রতিরোধ করা না গেলে এলাকার মাদকের বিস্তার লাভ করবে। স্হানীয় সচেতন মানুষের দাবী মাদক ব্যবসায়ী নাহিদ কে গ্রেফতার করে মাদক দমনে সময়োপযোগী পদক্ষেপ গ্রহন অতি জরুরী।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি