ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের মা। বৃহস্পতিবার বিকেলে বাগুলাট ইউনিয়নের ছোট চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ধর্ষিতা নিজেই বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তি বাগুলাট ইউনিয়নের ছোট চরপাড়া গ্রামেরআফজালের ছেলে নজরুল ইসলাম। এবিষয়ে ধর্ষিতা জানায়,গত বৃহস্পতিবার বিকেলে চরপারা গ্রামের মাঠে ঘাস কাটতে যান তিনি। এসময় আফজাল বিশ্বাসের ছেলে নজরুল তাকে জোরপূর্বক ভুট্টা খেতে নিয়ে ধর্ষন করে। বাড়ি ফিরতে দেরি হলে খুঁজতে এসে তার স্বামী তাকে উদ্ধার করে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।