নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়ার রক্সী গলিতে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল ২০ মে বিকাল ০৫:০০ ঘটিকার সময়,লক্ষী আগার- ওয়াল রোডে, মোঃ হাজী আব্দুল জব্বারের ব্যবসা প্রতিষ্ঠান সততা অ্যালুমিনিয়ামে অতর্কিত হামলা চালায় একই এলাকার মোহাম্মদ ইদ্রিস আলী, (পিতা: মধু প্রামানিক), ইসরাইল হোসেন, মোহাম্মদ সিয়াম, হাফিজুর রহমান সহ আরও অনেকে।স্থানীয় সূত্রে জানা যায় হাজী মোঃ আব্দুল জব্বারের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সততা অ্যালুমিনিয়ামে ইদ্রিস আলী, ইসরাইল হোসেন, সিয়াম, সাকিব সহ আরো অনেকে লোহার রড ও লাঠি ইত্যাদি নিয়ে হাজী আব্দুল জব্বার ও তারপুত্র সুমনকে বেধড়ক মারধর করে। আব্দুল জব্বার বলেন আমার দোকান থেকে এরা প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে থানায় অভিযোগ বা মামলা রুজু হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।