নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়ায় দৈনিক পদ্মা গড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান রাকিবুল হাসানের স্ত্রী খুশির বাসায় এসে তার প্রতিবেশী এক নারী বাক বিতন্ডার এক পর্যায়ে সাংবাদিকের স্ত্রী (খুশির) উপর হামলা করে। সাংবাদিক রাকিবের স্ত্রী খুশি হামলার শিকার হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়া তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে পুঁজি করে কুষ্টিয়ায় ইতোপূর্বে নারী সাংবাদিকের উপর হামলাকারী, একটি নিউজ চ্যানেলের কথিত সাংবাদিক হামলাকারী মহিলার পক্ষ নিয়ে ফেসবুকে মুলধারার সাংবাদিক এবং তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে বটির কোপের কথা বলা হচ্ছে। অথচ কোন সেলাই পড়েনি। নিজ হাতের নখের আঁচড়কে বটির কোপ বলে চালাতে চায় ঐ ভুঁইফোড় ফেসবুক সাংবাদিক । ইতিপূর্বে সাংবাদিক রাকিবের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ দেয় ঐ কথিত সাংবাদিক । তদন্তে সেগুলো ধোপে টিকেনি। এবার নেমেছে সাংবাদিক রাকিবের স্ত্রীর বিরুদ্ধে। এ কেমন সাংবাদিকতা, এ কেমন নোংরামী? প্রতিপক্ষ সাংবাদিককে ঘায়েল করতে নিজে না পেরে এবার অন্যের স্ত্রীকে হামলার ইন্ধন জুগিয়ে আবার মিথ্যা মামলার পাঁয়তারা ?