নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া গড়াই নদীর তীরে রেনউইক বিনোদন পার্কের পশ্চিমে উত্তর কমলাপুরের বসতবাড়ীর দিকে কোন এক জঙ্গল থেকে ছুটে এসেছে অনেকগুলো হনুমান। উৎপাত বেড়েই চলেছে, গ্রামের সকল মানুষ অতিষ্ঠ বাড়ির সবজি বাগান এবং ফলমূলের উপর তো অত্যাচার বেড়েই চলেছে। সেই সাথে সবচেয়ে বড় ভয়ের কারণ হলো ওখানে নিম্ন আয়ের মানুষের বসবাস হওয়ায় প্রায় বাড়িতেই রান্নাঘরটি বসবাসের ঘরের বাহিরে রয়েছে। আর হনুমানগুলি মাঝে মধ্যে রান্না ঘরে ঢুকে পড়ছে। আর রান্না ঘরে থাকা মহিলা ভয়ে চিৎকার করে উঠছে। এছাড়াও কোন মহিলা বাড়ির বারান্দায় বা ঘরে একাকী কোন কাজে ব্যাস্ত থাকলে হঠাৎ হনুমান তার দিকে ধেয়ে আসছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে পিতা মাতারা খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এমতাবস্থায় এলাকাবাসী প্রশাসনের সহযোগিতায়
উক্ত হনুমান আতঙ্কের অবসান চায়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি