ডন ডেস্ক:-
বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান আ তাইকুলা থানাধীন জগন্নাথপুর গ্রামের বাসিন্দা হাজী মোঃ ইব্রাহীম হোসেন (৬৫) পিতা- মৃত ডাঃ মোফাজ্জল হোসেন পেশায় একজন ঔষধ ব্যবসায়ী। মাধপুর বাজারে তাহার “ কামনা ক্লিনিক” নামে একটি ঔষধের দোকান আছে। গত ১২/০৫/২০২১ তারিখে তিনি তাহার মাধপুর বাজারে "কামনা ক্লিনিক" এ ঔষধের দোকানে অবস্থান করাকালে তাহার ব্যাক্তিগত মোবাইল ফোনে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল করে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি সহ বিভিন্ন রকম হুমকি প্রদান করে। কিন্তু তিনি চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তারপর থেকে বিভিন্ন সময়ে ফোন করে ১০ (দশ) লক্ষ টাকা চাদাদাবি পূর্বক হত্যার হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতির মাধ্যমে উক্ত মোঃ ইব্রাহীম হোসেন ও তার পরিবারের সদস্যদের ভীতসন্ত্রস্ত করে তোলে । বিষয়টি মোঃ ইব্রাহিম হোসেন আতাইকুলা থানা পুলিশকে অবহিত করলে আতাইকুলা থানা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পাবনা, জনাব মোঃ রোকনুজ্জামান সরকার এর নেতৃত্বে ও দিক নিদের্শনায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে মোবাইল নাম্বার এর সূ্ত্র ধরে অভিযান পরিচালনা করে ভয়ভীতি প্রদর্শন পূর্বক ১০ (দশ) লক্ষ টাকা চাঁদাদাবির ঘটনার সাথে জড়িত ১। মোঃ সালমান শেখ (২০) পিতাঃ মোঃ আব্দুস সামাদ, সাং-জগন্নাথপুর ফকিরপাড়া, ২। মোঃ সাগর (২০) পিতাঃ মোঃ আমজাদ হোসেন, সাং-গয়েশবাড়ী, উভয়থানাঃ আতাইকুলা, জেলাঃ পাবনাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামীদ্বয়ের হেফাজত হতে চাঁদা দাবির ঘটনায় ব্যবহৃত মোবাইল সিম ও মোবাইল ফোন উদ্ধার করে। উক্ত ভয়ভীতি প্রদর্শন পূর্বক ১০ (দশ) লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে আতাইকুলা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত বর্ণিত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামীদ্বয় চাঁদাদাবির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি