ডন ডেস্ক:-
আজ রোব্বার দুপুরে দাশুড়িয়া রাজাপুর রোডের সড়ইকান্দি নামক স্থানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সালাম হোসেন সেলু (৫৬)। সে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণ কলস গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। জানা গেছে, রাজাপুর থেকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি দাশুড়িয়া আসার পথে উল্লেখিত স্থানে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের শিকার হয় এতে ঘটনাস্থলেই সেলু নিহত হয় এবং চালকসহ ৫ জন যাত্রী আহত হয়। আহতদের বিস্তারিত পরিচয় এসংবাদ লিখা পর্যন্ত জানাযায়নি তবে বিভিন্ন মাধ্যমে আহতদের ৩ জনের যে পরিচয় পাওয়াগেছে তাহলো নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওগ্রামের আবদুল মান্নানের স্ত্রী মিনা (৪০) মেয়ে রুমি (১৫) ও পাবনা সদর থানার ভাড়ারা গ্রামের সজীব (২০)। ঘটনার পর পরই আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক ও সিএনজি পাকশী হাইওয়ে থানার হেফাজতে আছে। পাকশী হাই ওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি