ডন ডেস্ক:-
রবিবার (২৩ মে) সকাল ১১ টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি জেলা পুলিশ কুষ্টিয়ার সার্বিক কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, গোপনীয়তা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, সরকারী মালামাল যথাযথভাবে রক্ষনাবেক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিতসহ মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া আরো বলেন মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশ মোতাবেক সকল পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে হবে এবং পুলিশি হয়রানি ও নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়ে তুলতে হবে যেখানে বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছে দিতে হবে।অতঃপর কোভিড-১৯ প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সার্বক্ষণিক মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।