ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাবেক সংস্থাপন সচিব জামুকার দায়িক্তপ্রাপ্ত খুলনা বিভাগীয় প্রধান, ৭১ এর সম্মুখ যোদ্ধা ও মুজিব বাহীনির কুষ্টিয়া জেলার কমান্ডার রাশিদুল ইসলাম আনিচ ও তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশনেয়া সেই সময়কার সম্মুখযোদ্ধাদের ইতিহাস ধরে রাখতে কুষ্টিয়ার ভেড়ামারায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১২ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারার উত্তর রেলগেট সংলগ্ল যুদ্ধক্ষেত্রে এই স্মৃুতস্তম্ভ এর উদ্বোধন করা হয়। এলজিইডি এর তত্বাবধায়নে এবং জেলা পরিষদের সহায়তায় নির্মিত এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, হাজী রবিউল ইসলাম। এসময় হাজী ররিউল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীর সুর্যসন্তান, সাবেক সংস্থাপন সচিব জামুকার দায়িক্তপ্রাপ্ত খুলনা বিভাগীয় প্রধান, ৭১ এর সম্মুখ যোদ্ধা ও মুজিব বাহীনির কুষ্টিয়া জেলার কমান্ডার যুদ্ধাহত মুক্তি যোদ্ধা রাশিদুল ইসলাম আনিচ ভেড়ামারার উত্তর রেলগেট সংলগ্ন স্থানে মহান মুক্তিযুদ্ধে পাকিস্থানী সামরিক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধের নেতুত্ব দান করেন। সেই সময়কার রনাঙ্গনের অংশ নেয়া সকল সহযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মান করা হচ্ছে । এসময় কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, এলজিইডি এর প্রধান প্রকৌশলী জাহেদুর রহমান উপস্থিত ছিলেন।