ডন ডেস্ক:-
"প্রভাবশালীদের শালিসে নামে দৌড়ঝাঁপ"
কুষ্টিয়া মনোহরদিয়া কন্দর্পদিয়া গ্রামর ৯বছরের এক শিশু কন্যাকে জোর করে ধর্ষণ চেষ্টার অভিযোগ,এ ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসা করতে দৌড়ঝাঁপের অভিযোগ এলাকার প্রভাবশালীদেব বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া গ্রামের মৃত নুরু শাহার ছেলে মোঃ সুজন (৩০) বিরুদ্ধে ৯ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ঘটনার দিন রবিবার দুপুরে পুকুরে গোসল করতে গেলে এসময় প্রতিবেশী সুজন শিশুটি কে পুকুরে পাশে জঙ্গলে ভিতর ডেকে নিয়ে শিশুটির জোরপূর্বক মুখ চেপে ধর্ষণ করার চেষ্টা করে,এসময় শিশুটির চিৎকারে পুকুর থেকে লোকজন চলে আসলে সুজন দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে উভয় পক্ষের মধ্যে মিমাংসা করার জন্য প্রভাবশালীরা দৌড়ঝাঁপ শুরু করেন।শালিশী বৈঠকের নামে নেতৃত্বে দেন এস,এম,মালিথা, কাবিল মেম্বার, হাসেম, হান্নান তালুকদার, সোহেল মেম্বার, মিজান মালিথা গ্রুপ টি আগে থেকেই অভিযুক্ত সুজনের পক্ষ নিয়ে কাজ করছিলো বলে জানা যায়।এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি একটা মেয়ে ধর্ষণ হয়েছে কিন্তু মীমাংসার বিষয় কিছু জানিনা। শিশুটির পরিবার বলেন রক্তক্ষরণ দেখলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় কিন্তু পথের মধ্যে থেকে প্রভাবশালী ব্যক্তিরা ফোন করে ফিরিয়ে আনে মিমাংসার কথা বলে যারা ফোন করে মীমাংসার কথা বলে ডেকে এনেছিলেন তারা হল এস,এম,মালিথা, কাবিল মেম্বার, হাসেম, হান্নান তালুকদার, সোহেল মেম্বার, মিজান মালিথা। এ বিষয়ে প্রভাবশালীদের সাথে কথা হলে তারা বলেন আমরা ডেকে আনি নাই বা মীমাংসার কথা বলি নাই। এ বিষয়ে মীমাংসা করবে যারা তাদের কাছে জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারি নাইএরকম ফৌজদারি অপরাধের শালিস- মিমাংসা করার অধিকার তার আছে কি না?এ প্রশ্নের কোনো সদুত্তর তারা দিতে পারি নাই।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি