কুমারখালী প্রতিনিধি:-
কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে প্রতিবেশীর আঙিনায় হাঁস যাওকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মে ২০২১ ) বিকাল ৪. টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বেতবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।এই ঘটনায় আহতের স্বামী, জিয়ারুল ইসলাম বলেন, গ্ৰামের মোঃ হানিফ মালিথার স্ত্রী রিক্তা খাতুন আঙিনায় গেলে। আমাদের ২টি হাঁস বাড়ীর পাশ থেকে জোরপূর্বক ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করলে। এই সময় আমার স্ত্রী মোছাঃ বেবী খাতুন হাঁস নিতে নিষেধ করলে।, রিক্তা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার হাতে থাকা কাঠের বাটাম দিয়ে বেবী কে আঘাত করে। সেই সময় হানিফ মালিথা (৫৫) পিতা মৃত ইছাক মালিথা, ওমর মালিথা (২০) পিতা- হানিফ মালিথা, মোছা: রিক্তা খাতুন (৪৫) স্বামী হানিফ মালিথা ও রিয়া খাতুন (১৫), পিতা -হানিফ মালিথা সর্ব সাং- বেতবাড়ীয়া। এরা আমার স্ত্রীর শরীরে বিভিন্ন জায়গায় উপজুপরি আঘাত করে। এই সময় তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্ত্রী কে বেধরক মারপিট করে। এই সময় আমার স্ত্রীর কানে থাকা দুল ছিঁড়ে নিয়া যায় তারা। আমার স্ত্রী গুরুতর আঘাত পাইয়া রক্তাক্ত জখম হয়। আমার পিতা এনায়েত আলী এগিয়ে আসলে তার গলায় হাসুয়া ধরিয়া মৃত্যু ভয় দেখায় হানিফ মালিথা। আমার স্ত্রীর আর্তচিৎকারে এলাকার মানুষ ঘটনা স্থলে উপস্থিত হলে। ওরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমার স্ত্রী কে জখম অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই বিষয়ে কুমারখালী থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, থানায় একটি অভিযোগ এসেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি