ডন ডেস্ক:-
কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে নিউ রুচি আইসক্রিম কারখানার অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান ব্যবহার করে তৈরি করা হচ্ছে আইসক্রিম। মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর স্যাকারিন,এ্যারারুট,সুইটিক্স, কাপড়ে মিশানো রং, মেয়াদ উত্তীর্ন ভেজাল গুড়া দুধ ও অপরিস্কার পানি দিয়ে আইসক্রিম তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছে এই ভেজাল কারখানা থেকে। অনুসন্ধানে জানা যায়,বেশ কয়েক বছর পূর্বে কুমারখালীতে রুচি আইসক্রিম নামে ফ্যাক্টরী চালু করে অসাধু ব্যবসায়ী আসাদ । নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ নিম্নমানের উপাদান ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারনে বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ও কারখানাটি সীলগালা করে। পরবর্তীতে কারখানাটি কুমারখালী থেকে রাতারাতি গুটিয়ে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে নিউ রুচি নামে কারখানা স্হাপন করে। অপরিস্কার ফ্লোরে স্বল্প পারিশ্রমীকে শিশু শ্রমিক দ্বারা অপরিস্কার হাতে নিউ রুচি আইসক্রিম প্যাকেট করা হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারে বিক্রি করছেন প্রশাসনিক কোন সমস্যা হয় না এমন প্রশ্ন করলে কারখানার মালিক আসাদ বলেন সবাই কে ম্যানেজ করে আমার ফ্যাক্টরি চালাই তাই ভ্রাম্যমাণ অভিযান হয় না। নিউ রুচি আইসক্রিম উৎপাদন রোধে অতিসত্বর ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রত্যাশা করছে সচেতন মহল।