ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কৃতি সন্তান, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র রিপোর্টার ও চলচ্চিত্র গবেষক আবদুল্লাহ জেয়াদের কন্যা তাবাসসুম নাহার ইফা ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই সপ্তাহ আইসিইউতে থাকার পর বুধবার রাত ২টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মারা যায় ইফা। তার বয়স হয়েছিল ১৩ বছর। দুই ভাই-বোনের মধ্যে সে ছোট ছিল। সে রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী ছিল সে। বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রামে জানাযা নামাজ শেষে ইফার দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস আগে মস্তিষ্কে যক্ষ্মা (টিবি) রোগ ধরা পড়ে ইফার। এরপর মস্তিষ্কে পানি জমে যায়। আবদুল্লাহ জেয়াদের কন্যা তাবাসসুম নাহার ইফার অকাল মৃত্যুতে সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ফুলের মত ফুটফুটে শিশুটির এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। মা-বাবাসহ পরিবারের জন্য কতটা কষ্টের তা ভুক্তভোগী ছাড়া বোঝা কঠিন। আল্লাহ তাদের ধৈর্য ধারণের শক্তি দিন। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি