নিজস্ব প্রতিনিধি:-
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০১ জুন ২০২১ ইং তারিখ সময় ১৩.৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ মহাশ^শান ঘাট পূর্ব মিলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ তানজিল এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হেরোইন-০১ গ্রাম। যাহার মূল্য অনুমান ৪,০০০/- (চার হাজার) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি সহ ০১ জন আসামী মোঃ আলমগীর মন্ডল (৩৫), পিতা-মৃত কিতাব মন্ডল, সাং-ছেউড়িয়া মন্ডলপাড়া,থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।