ডন ডেস্ক:-
কুষ্টিয়ার মিরপুরে আলোচিত ধান চাল ব্যবসায়ী
নওপাড়া গ্রামের হাজী আশরাফুল হক বুলুর প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।সোমবার ৩১ মে রাত দেড়টায় মিরপুরের সাহেবনগর গ্রামের মৃত আতিয়ার রহমানের পুত্র মাসুম প্রামানিক(৩৭) ও নওদা খাদিমপুর গ্রামের মরহুম গাইনের পুত্র সাইফুল (৫০) কে তাদের নিজ বাসভবন থেকে আটক করা হয়।
এছাড়া রোববার ৩০ মে সাহেবনগর গ্রামের পলান প্রামানিকের ছেলে ছমির(৩৪) কে মিরপুর থানার একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করলে তার স্বীকারোক্তি মোতাবেক উক্ত দুইজন আসামী মাসুম ও সাইফুলকে গ্রেফতার করা হয়। আসামীদের গ্রেফতার করে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে পাঠালে আসামীগন ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে। মামলা সূত্রে জানা যায়,মামলার বাদী মিরপুরের নওপাড়া গ্রামের হাজী আশরাফুল হক বুলু(৬৪) গত ৩০ এপ্রিল রাত তিনটায় সেহরী খেয়ে তারই এলাকার অপর ধান চাল ব্যবসায়ী দোয়াত আলী (৫২) কে সাথে নিয়ে ধান কেনার উদ্দেশ্যে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে একটি পিক আপ ভাড়া করে নাটোরের সিংড়া থানার জামতলী হাটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে মোশারফপুর গোরস্থান সংলগ্ন কালভার্টের কাছে পৌছালে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি ছিনতাইকারী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি থামিয়ে অতর্কিতভাবে হামলা করে। এসময় তাদের কাছে থাকা নগদ প্রায় আড়াইলক্ষ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী দলে সদস্যরা। এ ঘটনার পরে হাজী আশরাফুল হক বুলু ঐদিনই থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করলে পরে মিরপুর থানা পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করে করে।মামলা নং ২৭
ছিনতাইয়ের একমাস পরে হলেও এ মামলার আসামি গেফতার হওয়ায় মামলার বাদি ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন