ডন ডেস্ক:-
নাম মাএ খরচে,গত কয়েক বছরের তুলনায় এ বছর সুপারির ভালো ফলন,ও ভালো দাম পাওয়ায় সর্বউওরে জেলা পঞ্চগড়ে দিন দিন সুপাড়ির চাষ বাড়ছে,এই সুপাড়ি যাচ্ছে টাঙ্গাইল, ঢাকা,নাটোর,বরিশালসহ দেশের বিভিন্ন জেলা শহর গুলোতে।পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য অত্যন্ত উপযোগী অন্য অন্য জেলা থেকে।এ কারনে এখান কার সুপারি আকারে বর ও আশ যুক্ত হয়।সারা দেশে এখান কার সুপাড়ির ব্যাপক চাহিদা রয়েছে ও অনেক সু-পরিচিতি লাভ করেছে।সর্বউওরের এ প্রন্তিক জেলায় গত কয়েক বছর ধরে বানিজ্যিক ভাবে পানের আবাদও শুরু হয়েছে।নিজেদের চাহিদা মিটিয়ে অন্যএ বিক্রি করছে অনেকে।আবার বাড়ির আঙ্গিনায় সুপারির গাছ লাগিয়েছেন অনেকেই।স্থানিয়দের কাজ থেকে জানা গেছে,গত বছর প্রতি পন সুপারির সর্বোচ্চ ২৫০-৩০০ টাকায় বিক্রি হতো।অথচ এ বছর প্রতি পন ভালো পাকা সুপারি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।এভাবে প্রতি বছর সুপারির দাম পেলে আরও ব্যাপব
হারে নতুন নতুন সুপারি বাগান বৃদ্ধি পাবে বলেও জানা গেছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি