ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে জমিজায়গা সংক্রান্ত জের ধরে কুষ্টিয়া মহিলা সরকারি কলেজের অনার্য ২য় বর্ষের ছাত্রী আজমিয়া খাতুন (২২) ও তার বোন আঙ্গুরী(১৪) কে পিটিয়ে জখম করেছে চাচা আব্দুল কুদ্দুস। গত (২৯ মে ২০২১) শনিবার বিকাল ৪ টার সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে এই ঘটনা ঘটে। আহত আজমিয়া খাতুন জানান, পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে বাড়ির উপর এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে, আমি নিষেধ করলে, আসামী মিঠু শেখ আজমিয়ার চুলের মুঠি ধরে চড় থাপ্পড় কিল ঘুষি মারলে লাথি মেরে ফেলে দিলে আজমিয়া খাতুনের ছোট বোন আঙ্গুরী খাতুন ঠেকাতে আসলে পরে আব্দুল কুদ্দুস পিতা মৃত্যু কেছমত আলী, সুমি খাতুন স্বামী লিটন শেখ, সাবরিনা খাতুন স্বামী মিঠু শেখ, সর্ব সাং সোন্দাহ, তাদের হাতে থাকা কাঠের বাটায় ও দেশিও অস্ত্র দিয়ে দুই বোন ও মা কে এলোপাতাথারী ভাবে শরীরের আঘাত করে জখম করে আমাদের আত্ম চিৎকারে প্রতিবেশী দৌড়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে কুমারখালী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, থানায় একটি অভিযোগ এসেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।