ডন ডেস্ক:-
জানোয়ারের বাচ্চা এই মেয়েটির সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক করছে,এখন মেয়েটির তিন মাসের বাচ্চা পেটে আসছে,এখন তারিক ঢাকা সাভার থেকে পালিয়েছে। এই তানিয়া মেয়েটির বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী গ্রামে। তানিয়া মেয়েটির সাথে আজ দুই বছর আগে সাভারের একটি রেষ্টুরেন্ট থেকে পরিচয় হয় তারিকের সাথে। তাঁর পর থেকে তানিয়ার সাথে তারিকের প্রেমের সু সম্পর্ক গড়ে উঠে,মেয়েটি ঢাকা সাভারে এক ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করে। মেয়েটি এখন নিরউপায় হয়ে গেছে হাজার খুজাখুজি করেও পাচ্ছে না,তারিকের। এই তারিকের বিরুদ্ধে অনেক লুচ্চামি করার ব্যাপক অভিযোগ ও রয়েছে,, তাঁর নিজ এলাকায় ও তাঁর আশেপাশের এলাকায়। তারিক এর আগে তাঁর পাশের এলাকায় কাঞ্চনপুর গ্রামে লুচ্চামি করতে গিয়ে ঘরের চাতালে উঠে পরে তারিকের মেরে হাত ভেঙে দেই,এবং পরে মেয়েটির সাথে বিয়েও দিয়ে দেয়। পরে তারিকের পরিবার ও তারিক বিয়ে মেনে না, নিলে মেয়েটি কুষ্টিয়া কোটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে মামলা দায়ের করেন তারিকের বিরুদ্ধে,এবং সেই মামলায় তারিকের এক বছরের জেল হয় সাথে ৫০০০০ পঞ্চাশ হাজার টাকা জরিপানা করেন আদালত। পরে সেই মামলায় ছয় মাস জেল খাটার পরে আপিলে বের হয় তারিক। এই লুচ্চা কলাংগার জানোয়ার তারিক এর আগে তাঁর আপন ভাইয়ের বউ অথাৎ তাঁর সেজো ভাবি আশার সাথেও এমন লুচ্চামি কাজ করছে। এই তারিকের সবাই লুচ্চা তারিখ নামে চেনে আশপাশ এলাকায় ছোট বড় সবাই। তারিক অনেক মেয়ের জীবন নষ্ট করছে এমন কুষ্টিয়া হাউজিং এ এমন ঘটনা ঘটিয়েছে প্রাইভেট পড়াতে গিয়ে তারিক। কিন্তুু জীবনে তারিক ঝাটা বাড়ুন সেন্ডেলের মার অনেক জায়গা খেয়েছে এবং তারিখের বড় ভাই উজ্বল এর আগে বেল পাতার রস করেও খাওয়াতে গেছে, তুই লুচ্চামি বন্ধ কর ভালো হবি না, কিন্তুু লজ্জা হয়নী তারিখের। তারিক লুচ্চাকে চেনে না, এমন মানুষ আশপাশ এলাকায় খুব কম আছে সবাই কম বেশি চেনে জানে ছোট বড়। এই তারিখ এই দেশের কুলাংগার জানোয়ারের বাচ্চা এবং এই দেশের আগাছা। সবাই আরো ভালো করে চিখে রাখেন,পাহাড়পুর গ্রামের মৃত: আরব আলী মহরীর ছোট ছেলে তারেক লুচ্চা। আর সবাই দয়া করে পোষ্টটি শেয়ার করবেন,যাতে সব মেয়েরা তারিখকে চিনতে পারে এবং তারিখের প্রতারণার ফাঁদ থেকে বিরত থাকে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি