মোঃমেরাজুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধিঃ
সর্বউত্তরের জেলা শহর পঞ্চগড়। গত কয়েক বছর ধরে এ অঞ্চলে চা চাষের তেমন ভূমিকা দেখা না গেলেও বর্তমানে এর ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে এবং এ অঞ্চল দেশের তৃতীয় চা চাষ অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে।দেশের চা চাষ সম্প্রসারনে এবার প্রথম (৪জুন),জাতীয় চা দিবস পালন করা হয়েছে।এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৪জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভাসহ,বিভিন্ন স্টলের চা প্রদর্শনী ও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন,বাংলাদেশের চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়। প্রথমে চা বোর্ড পঞ্চগড়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।উক্ত দিবসে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনের কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডা.সাবিনা ইয়াসমিন,নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ও আঞ্চলিক চা বোর্ডের ঊর্ধ্বতন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা.মোঃশামীম আল-মামুন।আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোঃইউসুফ আলী।জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,এবং বাংলাদেশ স্নল টি গার্ডেন অনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।আলোচনা সভায় জানানো হয়,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন চা বোর্ডের প্রথম বাঙ্গালি চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করায়,আজ (৪জুন)এই দিনটিকে প্রথম জাতীয় চা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বানিজ্য মন্ত্রণালয়। এখন থেকে এই দিন টি কে সরন করে প্রতি বছর পালন করা হবে চা দিবস।সূএে আরও জানায়,বর্তমানে পঞ্চগড়ে ১৭টি এবং ঠাকুরগাঁওয়ে ১টি চা কারখানা চালু আছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি