ডন ডেস্ক:-
মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ)/লিটন কুমার বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় ফোর্সসহ ভেড়ামারা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ভেড়ামারা থানাধীন হাওয়াখালী মাঠস্থ M.S.B নামক ইটভাটার পাশে একজন মহিলা মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে গাড়ীর অপেক্ষায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/লিটন কুমার বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ ০৬/০৬/২০২১ তারিখ ০৯.১০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করিলে সন্দেহ হওয়ায় সঙ্গীয় নারী কং/৫৯৪ ইলোরা আক্তার শিমু এর সহায়তায় তাকে ঘটনাস্থলেই ধৃত করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী ১) মোছাঃ সাহিদা খাতুন (২৫), স্বামী-মোঃ আরিফ হোসেন, সাং-পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা, থানা-লালপুর, জেলা-নাটোর এর শালীনতা বজায় রাখিয়া বিধি মোতাবেক স্বাক্ষীদের উপস্থিতিতে নারী কং/৫৯৪ ইলোরা আক্তার শিমুর মাধ্যমে দেহ তল্লাশি করে তার পরিহিত জলপাই রংয়ের বোরখার নিচে তার শরীরের সাথে অভিনব কৌশলে বাঁধা সাদা স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। এতদসংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন এবং পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।