ডন ডেস্ক:-
শুক্রবার (১১ জুন) বিকাল ৪ টায় জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাবসায়িক নের্তৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। কুষ্টিয়া জেলার ব্যাবসায়িক নের্তৃবৃন্দ অত্যন্ত খোলামেলা ও আন্তরিক ভাবে আলোচনা করেন এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর অবস্থান নেওয়ার পক্ষে প্রত্যেকে মতামত প্রদান করেন। পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সকল জেলা ও মহানগর এলাকায় কাজ করে যাচ্ছে। তিনি জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক পরেই ঘর থেকে বের হওয়ার জন্য আহবান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া আরো বলেন, কুষ্টিয়া পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা পুলিশ সদা প্রস্তুত আছে এবং এ ব্যাপারে তিনি সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক কুষ্টিয়া করোনা সংক্রমণের মাত্রা বিবেচনায় কুষ্টিয়া পৌরসভা এলাকায় ১১/০৫/২০২১ তারিখ রাত ১১ঃ ৫৯ পর হতে সকল প্রকার যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেডি এনএসয়াই, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সেক্রেটারী, সিভিল সার্জন, ডিডিএলজি, এডিএম কুষ্টিয়াসহ কুষ্টিয়া জেলার সকল পর্যায়ের ব্যবসায়িক নের্তৃবৃন্দ।