ডন ডেস্ক:-
মানুষ হয়ে জন্ম নিয়ে, মানুষের পাশে দাড়ানো মুসলিম সমাজের এক গুরুত্বপূর্ণ কাজ। অন্যের জীবনে একটু অবদান রাখার আনন্দ টায় আলাদা, তাই আমাদের সকলের উচিত সমাজের প্রতিটি মানুষের যে কোন প্রয়োজনে একে অপরের এগিয়ে আসা। তাতে মানুষ যেমন উপকৃত হবে ঠিক তেমনি ভাবে এগিয়ে যাবে মানব জাতি। তবেই এদেশে প্রতিটি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি হবে। যা আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে। আর সেই দায়িত্বশীলতার জায়গা থেকে “মানুষের জন্যে, মানুষের পাশে” এই শ্লোগান কে ধারন করে, গরীব অসহায় একঝাক মেধাবী মাদ্রাসা ছাত্রদের মাঝে পবিত্র কোরান শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরন করেছে একঝাক যুবকেরা । আজ ১০ জুন বৃহস্পতিবার “আমরা সবাই” নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সংগঠনের ২য় কর্মসূচির আওতায় হাজরা হাটি দারুল উলুম মাদরাসার আসহায় ও দরিদ্র বাচ্চাদের মাঝে কোরআন শরীফ, শিক্ষা সামগ্রী সহ তাদের বৈদুতিক সল্পতায় বাল্ব প্রদান করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলাল, বিশেষ অতিথি ছিলেন সালেহীন ধ্রুব, বাবু বিশ্বাস। অনুষ্ঠানে সংগঠনের সমন্বয়ক আল আমিন শেখ হিমেলের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক হৃদয় আহমেদ সুজনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তামান্না ইসলাম ইভা, অমি হাসান, সানজিদ ইসলাম রনি, রাকিবুল ইসলাম রুমান, শাহরিয়ার ইসলাম পনি ,আশিকুর রহমান, তইমূর, বাঁধন, হৃদয়, ধ্রুব সহ আরো অন্যান্য রা।