নিউজ ডেস্ক:-
আজ সকালে যশ ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত গভীর সুন্দর বনের মৈইপিট কোস্টাল থানা এলাকায় গরীব মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যায় বারুইপুর জেলা মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু ও পশ্চিম বাংলার ভারত সেবাশ্রম এর ত্রাণ বিভাগের একটি প্রতিনিধি দল। গভীর সুন্দর বনের মৈইপিট কোস্টাল থানার কৈখালি জঙ্গলের মধ্যে বসবাস কারী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। সেখানকার মহিলা ও পুরুষের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ও জল খাবার প্যাকেট এবং বাচ্চাদের জন্য শুকনো খাবার ও দুধ তুলে দেওয়া হয়। এবং মাথার উপর ছাউনি জন্য ত্রিপল এবং জামা কাপড় বিতরণ করা হয়। গত কয়েক দিন আগে পশ্চিম বাংলার বঙ্গোপসাগর এর উপকূল বরাবর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া যশ ঘূর্ণিঝড় প্রভাবে তছনছ হয়ে যায় ঘরবাড়ি। বিশেষ করে, গভীর সুন্দর বনের গোসাবা, বাসন্তী এবং ছোট মোল্লখালি এবং পাথর প্রতিমা ও সাগর নামখানা, বকখালি, সাগর ও ডায়মন্ড হারবার সহ ক্যানিং, হিজলগন্জ এবং কুলতলি এবং মৈইপিট কোস্টাল থানার বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে নদীর বাধ ভেঙে জলের তোড়ে ভিটেমাটি গুড়িয়ে যায়। থাকা ও খাওয়ার জন্য কিছুই ছিল না। এমন একটি পরিস্তিতিতে বারুইপুর জেলা পুলিশ ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং সুন্দর বন জেলা পুলিশ এবং বারুইপুর জেলা মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু সহ কলকাতা লায়ন ক্লাব ও ভারত সেবাশ্রম এবং বিভিন্ন এন জি ও এবং বিশেষ করে বারুইপুর জেলা পুলিশ অধীনে নবগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান জনাব আক্তার হোসেন মন্ডল নেতৃত্বে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কে ত্রাণ এবং সাহায্য হাত বাড়িয়ে দেয়। আজ তার অন্যথা হয় নি এই অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে ধরা হচ্ছে বারুইপুর জেলা মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু নেতৃত্বে।। ভারতের কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি