নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা'র মুক্তি আন্দোলনের ঢেউ তুলেছিল 'জননেত্রী ফিরে আসবেই... ' ৮০৬ লাইনের অনবদ্য একটি কবিতার কাব্যগ্রন্থটি। বঙ্গবন্ধুকন্যার স্নেহধন্য, বঙ্গবন্ধু কিশোর সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও আরশীনগর প্রকাশনীর সত্বাধিকারী কবি ও সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব এর লেখা এই কাব্য গ্রন্থের ভূমিকা লিখেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু জাদুঘরের ট্রাস্টি, প্রয়াত কবি ও স্থপতি রবিউল হুসাইন। ২০০৮ সালের ১৭ এপ্রিল মুক্তযুদ্ধ জাদুঘরে এই কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিখি ছিলেন সাবেক ভিসি প্রফেসর ড. জিল্লুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কবি বেলাল চৌধুরী, প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রফেসর ড. আনোয়ার হোসেন, কবি রবিউল হুসাইন, কবি ও স্থপতি ইয়াফেস ওসমান, কবি হাবিবুল্লাহ সিরাজী, আওয়ামীলীগ নেতা এড. আফজাল হোসেন, ডাঃ আমিনুল হক রতন, এড. বায়েজীদ আক্কাস প্রমুখ। মুল প্রবন্ধ পাঠ করেন কবি ও সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব। এই গ্রন্থ প্রকাশের পর কবি রাশেদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতারের লক্ষে কবির বাসভবন কুষ্টিয়াস্থ আরশীনগর ভবনে সেনাবাহিনী ঘেরাও করে। সে সময় কবি ঢাকায় থাকায় গ্রেফতার করতে পারেনি। এভাবে দীর্ঘদিন কবি রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়া থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। 'জননেত্রী ফিরে আসবেই...' কাব্যগ্রন্থে সেনাবাহিনী ও তৎকালীন শাসকগোষ্ঠীর কড়া সমালোচনা করা হয়। যে কারনে শাসকগোষ্ঠীর টার্গেটে পরিণত হন কবি রাশেদুল ইসলাম বিপ্লব। বইটি শহীদ নারী নেত্রী আইভি রহমানকে উৎসর্গ করা হয়। ঐ সময় বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বইটি সারাদেশে দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহন করেন। আবৃত্তিকার হাসান আরিফ কবিতাটি আবৃত্তি করেন। আসাদুজ্জামান নূরের সম্পাদনায় 'গণতন্ত্র মুক্তিপাক' নামে একটি আবৃত্তির সিডি প্রকাশ হয়। কবি রাশেদুল ইসলাম বিপ্লব এর লেখা 'জননেত্রী ফিরে আসবেই ' কবিতাটি হাসান আরিফ এর কন্ঠে ঐ সিডিতে স্থান পায়।
কবিতার বইটি জননেত্রী শেখ হাসিনা'র মুক্তি আন্দোলনকে বেগবান করে বলে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানান। কবি ও সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব সে সময় ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ে জননেতা মাহবুবউল আলম হানিফ ও ইকবাল হোসেন অপুর সহায়তায় জননেত্রী শেখ হাসিনা'র মুক্তি আন্দোলনে গড়ে তোলেন দেশরত্ন পরিষদ। মুক্তির দাবীতে পোস্টার, লিফলেট প্রচার করে দেশরত্ন পরিষদ। গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসে ' জননেত্রী ফিরে আসবেই... ৮০৬ লাইনের অনবদ্য কবিতার বইটির কথা সবাইকে স্মরণ করিয়ে দেয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি