মোঃমেরাজুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগর সদর উপজেলা, ৫ নং চাকলাহাট ইউনিয়নের ভালোবাসার বন্ধন সংগঠন এর পক্ষে হতে। ১৪ই জুন বিশ্ব রক্তদান কর্মসূচি পালন করেন অএ সংগঠনটি। বিশ্বের সকল রক্তদাতার প্রতি হাজারো সালাম আর ভালবাসা। এর থেকে বেশি সম্মান আর ভালবাসা রইলো তাদের প্রতি_যারা বিনা পরিশ্রমে নিজের সময় ব্যয় করে অসহায় মানুষের পাশে দাঁড়ায় অবহেলিত হয়েও রক্ত ম্যানেজ করে দেয় একজন স্বেচ্ছাসেবী।স্যালুট সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনদের প্রতি।উক্ত দিবসটি যথাযথ ভাবে পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ সংগঠনের উপদেষ্টা মহোদয় আরোও উপস্থিত ছিলেন অএ সংগঠনের সভাপতি মোঃআলিউর রহমান বলেন অএ সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সকল স্বেচ্ছাসেবী সদস্যদের এক যোগে কাজ করতে হবে।আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুজন সখি।অএ সংগঠনের সকল সদস্যবৃন্দ।তিনি বলেন সকল স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি