ডন ডেস্ক:-
মেহেরপুরের গাংনী থেকে ৫ গ্রাম হেরোইনসহ জামাল হোসেন(৬০) কে আটক করা হয়েছে। গতকাল রাত ১১ টার দিকে জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে এ এস আই হেলাল উদ্দীন, এ এস আই মাহাতাব উদ্দীন ও এ এস আই আহসান হাবীবকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেন কে আটক করে। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃত জামাল হোসেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে। জামাল হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। তাকে আটক করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।