ডন ডেস্ক:-
নারায়ণগঞ্জের ফতুল্লায় রুবেল হাওলাদার (৪২)নামে এক ব্যক্তি ঋণের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে ফতুল্লার ভুইগড় গিরিধারা এলাকার নিজ বাসার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ। নিহত রুবেল গিরিধারা এলাকার খালেক হাওলাদারের ছেলে। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই তরিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, রুবেল বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা ঋণ করেছে। তবে কত টাকা ঋণ করেছে তা কেউ বলতে পারেনি। পাওনাদাররা প্রায় সময় টাকার জন্য রুবেলকে তাগিদ দিতেন। কিন্তু রুবেল কোন কাজকর্ম না করায় পাওনা টাকা পরিশোধ করার মত সামর্থ্য ছিলো না। পরিবারের ধারনা ঋণের চাপ সইতে না পেরেই আত্মহত্যা করেছে সে। তিনি আরও বলেন, নিহতের স্ত্রী বেলা পৌনে ১২টার দিকে জরুরী একটি কাজে বাসার বাইরে যায়। সোয়া ১২টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পান রুবেল নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ধারনা করা হচ্ছে বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে আত্মহত্যা করেছে। তিনি আরো জানান, রুবেলের লাশ মর্গে আছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি