কুষ্টিয়া প্রতিনিধী:-
কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে গোট্রিয়া গোলঘর এলাকার ময়েনের ছেলে বাদশা নেতৃত্বে বিন্দিপারার ডায়মন্ড ক্লাবের পিছনে নদীর ধারে ও রাতে গোট্রিয়া প্রাইমারী স্কুলে মধ্যে নিয়মিত জুয়ার আসর চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্হানের জুয়ারীরা ভীর জমাচ্ছে নিরাপদে জুয়া খেলার জন্যে শামিমের জুয়ার আড্ডার।জুয়ার আসর বন্ধ করার জন্য স্হানীয় পুলিশ ক্যাম্প থাকাকালীন সময়ে মৌখিকভাবে কয়েকজন বাসিন্দা অভিযোগ করলেও তাতে কোনও ফল মিলিনী বলে জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। জুয়ার আসর বসানোর পিছনে দুই,তিন জন স্হানীয় ক্ষমতাশালী দলীয় লোকজনের হাত রয়েছে বলে অভিযোগ। গ্রামের বহু মানুষও জুয়ার আসরে সব খোয়াচ্ছেন বলে এলাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে লাখ লাখ টাকার জুয়ার আসর চলে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি