স্টাফ রিপোর্টার:-
জীবনের ঝঁকি নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে রোদ বৃষ্টির মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে কুষ্টিয়া জেলা পুলিশ। আজ হরিপুর সেতুর উত্তর পার্শ্বে লকডাউন চেকপোস্ট পরিদর্শন এবং স্থানীয়দের করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামুলক প্রচার শেষে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম সাংবাদিকদের একথা বলেন। তিনি আরো বলেন, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। তাই বর্তমানে ভয়াবহ করোনার হাত থেকে মানুষের জীবন বাঁচানো এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে কারনে লকডাউন কঠোর এবং সফল করাই আমাদের লক্ষ্য। পুলিশ সুপার খাইরুল আলম আরও বলেন, কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুবউল আলম হানিফ স্যার কুষ্টিয়ার পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং আমাদের পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করছেন। যে কারনে আমরা কুষ্টিয়ার ৭ টি পয়েন্টে যথাযথ কার্যক্রম চালাতে পারছি। এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, একদিকে লকডাউন সফল করা অন্যদিকে মাদকসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশকে কয়েকটি স্তরে কাজ করতে হচ্ছে। কোন অপরাধী পার পাবেনা। কুষ্টিয়া জেলাজুড়ে লকডাউন বাস্তবায়নে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা কামনা করেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খানঁ, ওসি ( ডিবি) ইলিয়াস হোসেন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন উল্লাহ, বিএফইউজের নির্বাহী সদস্য মাহমুদ হাসান, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি