ডন ডেস্ক:-
ভেড়ামারায় চতুর্থ দিনের লক ডাউন এ উপজেলা প্রশাসনের নজরদারি চোখে পড়ার মত! আজও মোবাইল কোর্টে ১৯ মামলায় অর্থদন্ড ২৩৩০০ টাকা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার।
কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর চতুর্থ দিনে দিনব্যাপী ভেড়ামারা উপজেলার চন্ডিপুর, বাড়াদী, কলেজ বাজার, দশমাইল, বারমাইল, পৌর বাজার, সাতবাড়ীয়া, গোলাপনগর, জগশ্বর, বাহাদুরপুর, কুচিয়ামোড়া, গোপীনাথপুর আখ সেন্টার, পরানখালী, ধরমপুর, ফারাকপুর, নতুনহাট, ঠাকুর দৌলতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করতে দেখা যায়। উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ১৯টি মামলায় মোট ২৩৩০০/- অর্থদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, জনসচেতনতার অভাবে করোনা বৃদ্ধি ও মৃত্যুর হার বেড়েই চলেছে। তাই সকল কে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চলমান থাকবে।