স্টাফ রিপোর্টার:-
কুষ্টিয়া গড়াই ব্রীজের পূর্ব দিকে কয়া মৌজায় সরকারী বিধি লংঘন করে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। ইজারাদার সরকারী নির্দেশনা অমান্য করে, নদীর পাড় রক্ষা এবং বালি উত্তোলন নীতি উপেক্ষা করে গায়ের জোরে বালি উত্তোলন করছে। পাইপ লাগিয়ে, পাইপের উপর দিয়ে বালি দিয়ে ঢেকে দিয়ে গোপনে চলছে বালি উত্তোলন। এতে নদীর পূর্বপাড়, গড়াই রেল ব্রীজের পূর্বাংশ চরম ঝুঁকির মধ্যে পড়েছে। জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছে স্থানীয়ারা। অন্যথায় গ্রামবাসী মানববন্ধনসহ কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান।