ডন ডেস্ক:-
কুষ্টিয়া পৌরবাসীর সুস্থতা কামনায় প্যানেল মেয়র, শাহিন উদ্দিন বর্তমান করোনা মহামারীতে আমরা নিশ্চয়ই ভালো নেই কুষ্টিয়া শহর তথা পৌর এলাকায় প্রায় প্রতিদিনই সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও বিশেষ করে ঈদের পর থেকেই সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়তে থাকে ঈদের আগে যেখানে সংক্রমণের হার ছিল ৭ থেকে ৮ শতাংশ সেখানে বর্তমানে ৪৫ শতাংশের বেশি সুতরাং আমরা কুষ্টিয়া পৌরবাসী কি পরিমান ঝুঁকির মধ্যে আছি তা বুঝতেই পারছেন। গত এক সপ্তাহে আমরা অনেক উদ্বেগের মধ্যে রয়েছি। সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ার সাথে সাথে মৃতের সংখ্যাও কিন্তু উদ্বেগজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে স্বাস্থ্য বিভাগের হিসেব মতে গত দুদিনের কথা যদি বলি করোনায় প্রাণ হারিয়েছে প্রায় ১৫ জনের মতো। যারা আক্রান্ত হয়েছেন কিংবা মৃত্যুবরণ করেছেন তারা আপনার আমার সকলের আপনজন প্রিয়জন। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমি আপনি কেউই এই মহামারী থেকে রেহায় পাব না।এমতাবস্থায সচেতনতার বিকল্প নেই,কুষ্টিয়ায় করোনা মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ স্থানীয় প্রশাসন রাজনীতিবিদসহ সবাইকে এই বৈশ্বিক মহামারী মোকাবেলায় কাজ করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করোনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে চলেছেন । সার্বিক সহায়তা ছাড়াও করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞ । অবশ্য এই বৈশ্বিক মহামারী মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা এই মহামারি আপনার-আমার সবাইকে মোকাবেলা করতে হবে। কারোনার দোহায় দিয়ে মৃত্যু থেকে পার পাওয়া যাবে না।নিজেকে ভালো না বাসলেও পরিবারের সবার কথা চিন্তা করে হলেও সচেতন হোন। স্বাস্থ্যবিধি মেনে চলুন প্রশাসনের দেয়া নির্দেশনা মেনে চলুন অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরে বাইরে বের হবেন না।মাত্র কয়েকটা দিন একটু কষ্ট করেন না প্লিজ আল্লাহ আমাদের নিশ্চয়ই হেফাজত করবেন তখন সবকিছুই স্বাভাবিকভাবে হয়ে যাবে চায়ের দোকান কিংবা হাটে বাজারে অযথা ঘোরাঘুরি না করি অবশ্য এমন বাস্তবতায় বলছি আপনারা কর্মজীবী মানুষ কর্ম না করলে পেটে আহার জুটছে না তদুপরি সবার জন্য হলেও একটু ধৈর্য ধরুন। সবার অর্থনৈতিক অবস্থাও ভালো নেই। যারা দিন-মজুর ভাই বোন আছেন তাদের কষ্টে পৌর পরিষদ অত্যন্ত ব্যথিত। পৌর পরিষদ সাধ্যমতো চেষ্টা করছে আপনাদের পাশে থাকার। তবে হ্যাঁ এই করোনা মহামারীতে শুধুমাত্র পৌরসভা কিংবা সরকার নয় সকলের পাশে সমাজের বিত্তবান তের এগিয়ে আসতে হবে । তাই আসুন আমরা সবাই এই বৈশ্বিক করোনা মহামারীর মোকাবেলায় একযোগে কাজ করি আল্লাহ আপনাদের সহায় হবেন।