ডন ডেস্ক:-
হরিপুর ইউনিয়নে বাহির বোয়ালদাহ গোলপাড়ার গোরস্থান এলাকার মৃত দিদারের ছেলে রফিকের নেতৃত্বে চলছে নিয়মিত জুয়ার আসর। বিভিন্ন স্হানের জুয়ারীরা ভীর জমাচ্ছে নিরাপদে জুয়া খেলার জন্যে রফিকের জুয়ার আড্ডার।জুয়ার আসর ও মাদক বেচাকেনা জন্য এলাকার মধ্যে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে স্হানীয় এলাবাসীর অভিযোগ। রফিকের নেতৃত্বে এই জুয়ার বোর্ডে লকডাউনের মধ্যে কুষ্টিয়া বিভিন্ন অঞ্চল থেকে লোকজন জুয়া খেলার জন্য এই নিরাপদ জুয়ার আসর এসে হাজির হচ্ছে। গ্রামের বহু মানুষও জুয়ার বোর্ডে সব খোয়ায়ে হচ্ছে সর্বশান্ত এতে স্হানীয় বাসিন্দাদের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে। জুয়ারি রফিকের গ্রামের মধ্যে এই সব অসামাজিক কর্ম-কান্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে লাখ লাখ টাকার জুয়ার আসর চলে।এবিষয়ে কুষ্টিয়া র্যাবের সু-দৃষ্টি কমনা করেছেন সচেতন মহল।