ডন ডেস্ক:-
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ টিপু সুলতান। মাননীয় ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে তিনি আজ দুপুরে এস্টেট অফিসের প্রধান (উপ-রেজিস্ট্রার) হিসেবে যোগদান করেন। যোগদান শেষে কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নিজ অফিসে কিছু সময় অতিবাহিত করেন। এসময় তিনি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে টিপু সুলতান মাননীয় ভাইস চ্যান্সেলরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এদিকে মোঃ টিপু সুলতানকে এস্টেট অফিসের প্রধান হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় ভাইস চ্যান্সেলরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। সেই সাথে টিপু সুলতানের নতুন কর্মময় জীবনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি