মোঃমেরাজুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধিঃ
১জুলাই থেকে সারা দেশে কোঠোর লগ ডাউন বন্ধ থাকবে সব ধরনের গন পরিবহন এবং বন্ধ থাকবে অপ্রয়োজনে কেও ঘড়ের বাইরে যেতে। পঞ্চগড়ের ফল ব্যবসায়ি মোঃরফিজল ইসলাম বলেন,১জুলাই থেকে কোঠোর লগ ডাউনের কারনে আমরা ফল ব্যবসায়িরা অনেক বিপাকে পরেছি,কারন ফলের মৌসুম বর্তমান, আমরা ফল ব্যবসায়িরা বিভিন্ন স্থান থেকে ফল সংগ্রহ করি,এবং বিভিন্ন স্থানে ফল সংগ্রহ করে বিভিন্ন জেলা শহর গুলোতে পরিবহনে পাঠাতে হয়।কিন্তু পরিবহন বন্ধ থাকায় আমরা ফল ব্যবসায়িরা এ বছর লাভের আস্থা হারাচ্ছি,তবে গত বছর যে হারে ফল ব্যবসায় লাভবান হয়েছি,আমরা ফল ব্যবসায়িরা,তা এ বছরও লাভের আশা করেছিলাম কিন্তু সারা দেশে লগ ডাউনের কারনে এবছর খুব বেশি একটা লাভ হবে না বলে ধারনা করা হচ্ছে।তিনি আরও বলেন আমার কিছু ফল এস্ট্রক করে রাখা হয়েছে,এসব ফল কয়েক দিন রাখলেই ফলের গুণগত মান নষ্ট হয়ে যাবে।এবং আমার মতো অনেক ফল ব্যবসায়িরা ফল এস্ট্রাক করে রেখেছে।এবং এসব ফল যদি আমরা পরিবহন করতে না পারি তাহলে অনেক লাভের আশা হারাতে হবে বলে, ফল ব্যবসায়ি মোঃরফিজল ইসলামের জানান।