ভারত থেকে, নিউজ দাতা মনোয়ার ইমাম:-
গত কাল জম্মু ও কাশ্মীরে পারিমপোরা চেকপোস্ট এর কাছে সি আর পি এফ জোয়ান দের লক্ষ্যে করে ড্রোন হামলা চালায় জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন লস্কর ই তৈইয়াবার সদস্যরা। এই ঘটনার পর ভারতের সামরিক বাহিনীর সদস্যরা নাকা চেকিং শুরু করে দেয়। এমন সময় পারিমপোয়া সীমান্ত অতিক্রম করে একটি গাড়ি আসতে দেখে তা থামিয়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা। তার পর গাড়িতে থাকা মুখ ঢাকা লস্কর ই তৈইয়াবার কমান্ডার নাদিম আব্রার কে শনাক্ত করে সেনাবাহিনীর সদস্যরা। তাকে গ্রেফতার করে টানা জেরার পর তাকে নিয়ে পারিমপোয়া এলাকার মালুরা তে একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। সেই সময় সামরিক বাহিনীর সদস্যদের উপর গুলি ও গ্রেনেড হামলা চালায় জম্মু ও কাশ্মীর এর লস্কর ই তৈইয়াবার সদস্যরা। পাল্টা আক্রমণ করে সামরিক বাহিনীর সদস্যরা। তখন গুলির লড়াইয়ে খতম হয় তিন লস্কর ই তৈইয়াবার সদস্য সহ লস্কর ই তৈইয়াবার কমান্ডার নাদিম আব্রার। এবং জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক সি আর পি এফ জোয়ান। জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে প্রচুর গোলাগুলি উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনীর সদস্যরা। চলেছে জঙ্গিদের বিরুদ্ধে চিরুনি তল্লাশী। এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মৃত লস্কর ই তৈইয়াবার কমান্ডার নাদিম আব্রা পাকিস্তানের মানুষ। তিনি ভারতের মাটিতে নাশকতা করতে সীমান্ত অতিক্রম করে ডুকে পড়ে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের ক্ষতি করতে এসেছিল এবং জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিতে এসেছিল। আজ সকাল থেকে জম্মু ও কাশ্মীর রাজ্যের বিভিন্ন যায়গায় জঙ্গিদের বিরুদ্ধে নাকা চেকিং শুরু হয়েছে। এবং জঙ্গিদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।