চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন:-
মানুষের সুখের সময় বা দুঃখের সময় আগেও ছিলাম এখনো আছি যতদিন বেঁচে আছি থাকবো"
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৪ নং চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য ও মানবতাবাদী চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন দেশের এই সংকট পূর্ণ সময়ে তিনি তার প্রাণপ্রিয় ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, যে তার ইউনিয়নের কোন মানুষ চিকিৎসা বা খাদ্যের অভাবে থাকবে না। ইউনিয়নের যে কোন ক্ষুধার্ত মানুষকে জরুরি খাদ্য/ত্রাণ দিতে প্রস্তুত। তার এই ঘোষণায় এলাকার মানুষ বেশ আশ্বস্ততাবোধ করছেন।চাঁদগ্রাম ইউনিয়নের বাসিন্দারা জানান, এই ঘোষণার মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে তিনি জনগণের চেয়ারম্যান, মানবতার প্রতিনিধি। উল্লেখ্য যে মানবতাবাদী চেয়ারম্যান সরকার প্রদত্ত সম্মানি গ্রহণ করেননা। সেটা মানুষের মাঝে তিনি বিলিয়ে দিয়ে আসছেন এযাবৎ। চেয়ারম্যান বলেন, ইউনিয়ন বাসীর যেকোনো সমস্যায়, যেকোনো ধরনের প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে।আরো উল্লেখ্য যে, করোনার ১ম ঢেউয়ের সময়ও তিনি ছিলেন অক্লান্ত এবং একাধারে ত্রাণ হাতে নেমেছিলেন। এবারেও তার কোন ব্যাত্যয় ঘটবেনা। এইরুপই বিশ্বাস ইউনিয়নবাসীর।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি