মোঃ রবিউল ইসলাম হৃদয়:-
কুষ্টিয়ার কুমারখালী থানাধীন চাপড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাত দিনের কঠোর লকডাউন কার্যকর করতে ব্যাপক তৎপরতায় মাঠে রয়েছে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান , টু আইসি এএসআই সুলতান সহ সঙ্গীয় ফোর্স। বর্তমানে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ব্যাপক হারে ছড়িয়ে পরেছে কোভিড-১৯ করোনা ভাইরাস। তারমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হওয়ার কারনে কুষ্টিয়া জেলাকে করোনা ভাইরাসের হটস্পট বলে ঘোষনা করা হয়েছে। এরই মধ্যে সরকার সারা বাংলাদেশে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সাত দিনের জন্য কঠোর লোকডাউন ঘোষনা করে বিভিন্ন বিধি নিষেধ ঘোষনা করে দিয়েছে। আর এই বিধি নিষেধধে উল্লেখ করা রয়েছে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে যেতে পারবেনা। সরকার ঘোষিত এই কঠোর লকডাউন কার্যকরের লক্ষ্যে কুমারখালী থানাধীন বাঁধবাজার পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই সুলতান সহ সংগীয় ফোর্স ১ জুলাই সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির মধ্যে ভিজে চাপড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে সাধারন মানুষকে অযথা ঘর থেকে বাইরে বের হওয়া এবং সময় শেষে নিত্য প্রয়োজনীয় দোকানদারদের দোকান বন্ধ করা সহ স্বাস্থ্যবিধী মেনে চলার নির্দেশ দেন। পুলিশের এই অতুলনীয় কাজ দেখে বাহবা জানিয়ে পুলিশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন চাপড়া ইউনিয়নের সচেতন মহল।